নাগরপুর - টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মাস্টার আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ আগস্ট-২০২২) সকাল ১০.০০ ঘটিকায় পাঠাগারের কার্যালয়ে জনাব মোঃ আব্দুল মজিদ মাস্টার সাহেবের সভাপতিত্বে মোঃ আঃ হান্নান মোরশেদ (রতন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন আল নেওয়াজ প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প- ৩য় পর্যায়, বিআরডিবি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিদুল ইসলাম অপু চেয়ারম্যান, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোজাহার আলী মাস্টার (অবঃ), উপজেলা প্রকল্প কর্মকর্তা- পল্লী জীবিকায়ন সালমা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা, পিআরডিবি ৩ - মোঃ রুহুল আমিন, ইউডিও নাসরীন আক্তার, ভিপি জহুরুল আমিন , জনাব আনিস শিকদার, প্রধান শিক্ষক আঃ আওয়াল, সেলিনা আক্তার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক নাজনীন বেবী, কৃষিবিদ আব্দুর রহিম, ছানিয়ার রহমান খান, ইউপি সদস্য শাহানুর ইসলাম স্বপন, সমাজ সেবক মীর ওবায়েদ প্রমূখ।
*প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমগীর হোসেন আল নেওয়াজ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন - "সাধারণ শিক্ষার পাশাপাশি পাঠাগারে এসে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পাঠাগারে বিভিন্ন ধরনের বই পড়ে আমরা দেশ জাতি তথা বিশ্বের অনেক অজানা তথ্য ইতিহাস জানতে পারি। অজানাকে জানতে হলে আমাদের বেশি বেশি পড়তে হবে।"
*বিশেষ অতিথি জনাব মোঃ শাহীদুল ইসলাম অপু উপস্থিত সকলের মাধ্যমে অত্র এলাকাবাসীকে বার্তা দেন যে, "সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগারের অবদান অনস্বীকার্য। তাই আমাদের কোমলমতি শিশু- কিশোর-কিশোরীদের আগামী সুন্দর ভবিষ্যৎ গঠন করার ক্ষেত্রে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আব্দুল লতিফ স্যারের স্মৃতি বিজড়িত পাঠাগারের বিভিন্ন কর্মকান্ডে অত্র এলাকার শিশু কিশোরদের সম্পৃক্ত থেকে নিজেকে আলোকিত মানুষ হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ মাস্টার বলেন - "আব্দুল লতিফ মাস্টার ছিলেন একজন আলোকিত মানুষ । তাঁর স্মৃতি স্মরণে গঠিত পাঠাগারে যে কোন বয়সী, পেশাজীবী, শ্রমজীবি মানুষের ভালো মানুষ হওয়ার কেন্দ্রবিন্দু হতে পারে এই প্রতিষ্ঠানটি। অত্র অঞ্চলে এ ধরনের ধারাবাহিক কর্মকান্ডের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা যেমন অনুপ্রেরণা পাবে তেমনি আলোকিত মানুষ হওয়ার চর্চা করতে তারা পাঠাগারমুখী হবে।"
https://drive.google.com/drive/my-drive
